ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৬০৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৪, জুলাই ৯, ২০২৫
দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৬০৭ গ্রেপ্তার আসামিরা। ফাইল ছবি

দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৬০৭ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে ৯৯৭ জন।

মঙ্গলবার (৮ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৬০৭ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা-ওয়ারেন্টভুক্ত আসামি ৯৯৭ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৬১০ জন। এ ছাড়া অভিযানে দেশীয় রিভলভার, একনলা দেশীয় পিস্তল, চায়না পিস্তল, ম্যাগাজিন, দেশীয় তৈরি ওয়ান শুটার গান, গুলি, পুরাতন স্টিলের পিস্তল, চাপাতি, ছোরাসহ অপরাধমূলক কাজে ব্যবহৃত আরও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।

এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।