ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু  হতে চায় চীন: ওয়াং ই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৮, জুলাই ১০, ২০২৫
বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু  হতে চায় চীন: ওয়াং ই

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু, প্রতিবেশী এবং অংশীদার হতে চায়।

বৃহস্পতিবার (১০ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

চীনা গণমাধ্যম সিজিটিএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওয়াং ই চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোরও সদস্য। বাংলাদেশের সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন এবং সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ অন্বেষণে চীনা সমর্থনের কথাও জানান তিনি।  
 
চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ বছর চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী, যা অতীত ও ভবিষ্যতের সংযোগ স্থাপনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
 
বাংলাদেশসহ এই অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে মিলে চীন এশিয়ার উন্নয়নে আগ্রহী বলেও জানান ওয়াং ই।

উল্লেখ্য, পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে বুধবার (৯ জুলাই)  মালয়েশিয়া সফরে গেছেন।

টিআর/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ