ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

মঙ্গা-ব্যাংকরাপসি মতো বিষয় পিছনে ফেলে এসেছি: ফাওজুল কবির

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, জুলাই ১৩, ২০২৫
মঙ্গা-ব্যাংকরাপসি মতো বিষয় পিছনে ফেলে এসেছি: ফাওজুল কবির সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন উপদেষ্টা ফাওজুল কবির। ছবি: বাংলানিউজ

বাংলাদেশ অর্থনীতি এখন মূলত পিকআপ করছে। মঙ্গা, ব্যাংকরাপসি মতো বিষয় পিছনে ফেলে এসেছি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

রোববার (১৩ জুলাই) সচিবালয় ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল করতে উপদেষ্টা পরিষদ কমিটির অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। এ সময় কমিটির সদস্য শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

গতকাল (১২ জুলাই) বিশ্বব্যাংক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে, বাংলাদেশে যে পরিস্থিতি তাতে আগামীতে মঙ্গা দেখা দিতে পারে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, না, আমি এটা মোটেই মনে করি না। আমি উল্টোটা মনে করি। আপনি যে কোনো ইন্ডিকেটর নেন মূল্যস্ফীতি নেন আর রিজার্ভকে নেন...অর্থনীতি এখন মূলত পিকআপ করছে।

উপদেষ্টা বলেন, এই প্রতিবেদনগুলোর ডেটাগুলো ছয় মাস আগের। ওই সময়টা তো আমরা পার হয়ে এসেছি। ডলারের দাম কমেছে আপনি শুনেছেন? ডলারের দাম তো কমেছে বাজারে, আপনাদের পত্রিকাতেই এসেছে। উল্টোটাই এখন সত্য- অর্থনীতি এখন গতিশীল হয়েছে। তবে আমরা যেখানে চাই সেখানে গেছে, এটা নয়। তবে মঙ্গা, ব্যাংকরাপসি আমরা পিছনে ফেলে এসেছি।

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হবে জানিয়ে ফাওজুল কবির খান বলেন, এটার ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সামান্য হয়তো কিছুটা বাকি আছে। প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলোর ব্যাপারে তারা ফিডব্যাক দেবে। অশুল্ক বাধার বিষয়ে তারা আমাদের জানাবে, আমরাও তাদের কী দিতে পারবো তা জানাবো। এই আলোচনাটা এখন শুরু হবে।

উপদেষ্টা বলেন, এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের ফলে ব্যবসায়ীদের ক্ষতি নিরূপণের বিষয়টি নৌপরিবহন উপদেষ্টা বিবেচনা করছে। এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের তাদের আচার-আচরণের মাধ্যমে সরকারের হারিয়ে যাওয়া আস্থা অর্জন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ব্যবসায়ীরা জানিয়েছেন দুই মাস আন্দোলনের কারণে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা এটাও জানিয়েছেন প্রতিনিয়ত শুল্ক, আয়কর ও ভ্যাট কর্মকর্তাদের হয়রানির শিকার। সরকারের সংস্কার কার্যক্রমের বিষয়ে পূর্ণ সমর্থন আছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।  

উল্লেখ্য, গত ৩০ জুন ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল করতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করে সরকার। পাঁচ সদস্যের এই কমিটিতে আরও সদস্য হিসেবে রয়েছেন- নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন; বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

জিসিজি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ