গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাখালি রেল ক্রসিংয়ে একটি ট্রাক আটকে পড়ায় ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, কালিয়াকৈরের সোনাখালি রেল ক্রসিংয়ে একটি পণ্যবোঝাই ট্রাক হঠাৎ আটকে পড়ে। এতে ঢাকার সঙ্গে রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর টাঙ্গাইলের মির্জাপুর রেলস্টেশনে সিরাজগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেন আটকে পড়ে। ট্রাকটি থেকে মালামাল খালাস করা হচ্ছে। ট্রাকটি সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।
এদিকে, ট্রেন আটকে যাওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ-জামান বলেন, রেল ক্রসিংয়ে আটকে পড়া ট্রাকটির কারণে ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দ্রুত ট্রাকটি সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
আরএস/এসআইএস