ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

পররাষ্ট্র উপদেষ্টা-সচিবের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৭, জুলাই ১৪, ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টা-সচিবের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকা: বাংলাদেশে নবনিযুক্ত সৌদি আরবের  রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার ( ১৪ জুলাই)  পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে পৃথক সৌজন্য বৈঠক   করেন।

 পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক  জোরদারে আরও   ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ গত ১ জুলাই ঢাকা মিশনে যোগ দেন।  গত ৯ জুলাই আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিকট   পরিচয়পত্র পেশ করেন তিনি।

চলতি বছর এপ্রিলে ঢাকা ছেড়ে যান সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। তার স্থলাভিষিক্ত হয়েছেন ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ।

টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।