ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

টিটিপি সংশ্লিষ্টতার অভিযোগে আবার গ্রেপ্তার শামিন মাহফুজ, ৫ দিনের রিমান্ড

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০০, জুলাই ১৬, ২০২৫
টিটিপি সংশ্লিষ্টতার অভিযোগে আবার গ্রেপ্তার শামিন মাহফুজ, ৫ দিনের রিমান্ড শামিন মাহফুজ, সংগৃহীত ছবি

ঢাকা: পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক ই তালিবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শামিন মাহফুজ নামে এক ব্যক্তিকে আবার গ্রেপ্তার করা হয়েছে। এরপর তার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

  

এর আগেও তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল বাংলাদেশে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে একটি জঙ্গি সংগঠন প্রতিষ্ঠা করার অভিযোগে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, সাভার থানার একটি মামলায় তাকে সোমবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারের পর তাকে পুলিশের এন্টিটেরোরিজম ইউনিটের (এটিইউ) কাছে হস্তান্তর করা হয়। পরে শামীনকে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের এসপি ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাভার থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ‌আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হবে।  

এজেডএস/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।