ঢাকা: রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনা কবলিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে বের হওয়ার সময় তার পথরোধ করে শিক্ষার্থীরা।
উপদেষ্টাকে লক্ষ্য করে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দেয়। তিনি প্রতিষ্ঠানটির ভবন-৫ এ শিক্ষার্থী ও অভিবাবকদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছিলেন।
এর আগে সকালে আসিফ নজরুল ছাড়াও শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ভবনটি পরিদর্শন করেন।
সোমবার (২১ জুলাই) রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ।
এমএমআই/এসআই