বিমান বিধ্বস্ত হয়ে আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করার জন্য একটি কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ।
মঙ্গলবারের (২২ জুলাই) এ সংক্রান্ত এক নোটিশে বলা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত ২১ জুলাই ১টা ১২ মিনিটে আকস্মিকভাবে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ভূপাতিত হয়।
এ ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করার জন্য কর্মকর্তা, অনুষদ সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো।
অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা, দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফ বিন জিয়াউর রহমান ও মো. তাসনিম ভূঁইয়া প্রতিক।
কমিটি তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।
এমআইএইচ/আরএইচ