মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টির কারণে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে।
সোমবার (২৮ জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫০ মিলিমিটার, রাজশাহীতে ২ মিলিমিটার, রংপুরে ৪ মিলিমিটার, ময়মনসিংহে ১ মিলিমিটার, সিলেটে ৩১ মিলিমিটার, চট্টগ্রামে ৭২ মিলিমিটার, খুলনায় ৮ মিলিমিটার, বরিশালে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সকাল ৯টা থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী ১ আগস্ট পর্যন্ত আবহাওয়ার এই অবস্থা বিরাজ করবে। ১ আগস্ট থেকে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এমআইএইচ/আরএইচ