ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

৭৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মেয়র জাহাঙ্গীরসহ দুজনের নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, আগস্ট ৩, ২০২৫
৭৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মেয়র জাহাঙ্গীরসহ দুজনের নামে মামলা জাহাঙ্গীর আলম।

৭৫০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমসহ দুজনের নামে মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৩ আগস্ট) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাহাঙ্গীর আলম, সাবেক মেয়র ও গোলাম কিবরিয়া, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর কর্তৃক পরস্পর যোগসাজশে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুতপূর্বক নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি করপোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাত হাজার পাঁচশত কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে প্রযোজ্য ধারায় ১টি মামলা দায়েরের সিদ্ধান্ত কমিশন কর্তৃক গৃহীত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।