ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

ইংরেজি ভাষায় প্রণিত আইনগুলো বাংলায় প্রণয়নের সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, আগস্ট ৭, ২০২৫
ইংরেজি ভাষায় প্রণিত আইনগুলো বাংলায় প্রণয়নের সুপারিশ সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক।

ঢাকা: ব্রিটিশ আমল থেকে ইংরেজি ভাষায় প্রণিত আইনগুলো পর্যালোচনা পূর্বক যুগপোযুগী করে বাংলায় প্রণয়নের সুপারিশ করেছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

উপদেষ্টা পরিষদে আজকে দুইটি বিষয় সুপারিশ গ্রহণ করা হয়েছে। একটি হচ্ছে রুলস অব বিজনেসের ১৯৯৬ এর রুল ২৭ অনুযায়ী দেশে কোনো বিদেশি রাষ্ট্র বা সংস্থার বিশেষ প্রতিনিধি বা মিশন আসলে তাদের সঙ্গে আলাপ আলোচনা বিষয়ক প্রতিবেদন একপক্ষ কাল অতিবাহিত হওয়ার আগে উদ্যোক্তা, মন্ত্রণালয়, বিভাগ কর্তৃক উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করা আবশ্যক। সচিবদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এছাড়া ব্রিটিশ আমল থেকে ইংরেজি ভাষায় প্রণিত আইনগুলো পর্যালোচনা পূর্বক যুগপোযুগী করে বাংলায় প্রণয়ন করার বিষয়ে উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে বলা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। দুপুরে এ বৈঠক শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকারের আমলে এটি উপদেষ্টা পরিষদের সচিবালয়ে দ্বিতীয় বৈঠক। সকাল ১০টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করেন।

এর আগে গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এটি ছিল সচিবালয়ে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক। প্রধান উপদেষ্টার প্রবেশ উপলক্ষে সচিবালয় জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়। ১ নম্বর গেট বাদে বাকি সবগুলো গেট বন্ধ ছিল। দর্শনার্থী প্রবেশও বন্ধ ছিল।

জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।