পুলিশি হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমের কুশপুতুল আগুন দিয়ে পুড়িয়েছেন আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজধানীর মৎস্য ভবন গোলচত্বরে এ ঘটনাটি ঘটে।
এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) তারা পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেন। পরদিন বুধবার (২৭ আগস্ট) ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ অবস্থান নিলে পুলিশি বাধার মুখে ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন।
শিক্ষার্থীদের আন্দোলনের মূল দাবি: নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক করা এবং ন্যূনতম যোগ্যতা হিসেবে বিএসসি ডিগ্রি নির্ধারণ। কোটাভিত্তিক বা সমমান পদ সৃষ্টি করে পদোন্নতি না দেওয়া।
এমএমআই/এএটি