ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৬৩২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, অক্টোবর ৯, ২০২৫
দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৬৩২ প্রতীকী ছবি

দেশজুড়ে অভিযানে ১ হাজার ৬৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১২২ জন রয়েছের।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড  পাবলিক রিলেশন্স) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৬৩২ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১২২ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৫১০ জন রয়েছেন। এছাড়া অভিযানে উদ্ধার করা হয় দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ, দুটি তরবারি, একটি রামদা, চাপাতি চারটি, কিরিচ তিনটি ও একটি ছুরিসহ অন্যান্য অপরাধ কাজে ব্যবহৃত নানা রকম জিনিসপত্র।

এমএমআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।