ঢাকা: ভূমি অফিসকে মানুষের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
তিনি বলেন, কারণ ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সেবা জনগণের জীবনের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (এলএটিসি) নবনিযুক্ত সহকারী কমিশনারদের (ভূমি) ‘৪৫ ও ৪৬তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্স’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিনিয়র সচিব বলেন, আমাদের নীতি নৈতিকতা ও সততার সঙ্গে কাজ করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান দিয়ে জনসেবার মানসিকতা নিয়ে নির্ধারিত সময়ে সেবাগ্রহীতাদের সেবা প্রদানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, ভূমি নিয়ে সমস্যা ও অভিযোগ দুইটিই বেশি। আইন ও ন্যায্যতার ভিত্তিতে এসব সমস্যা সমাধান করতে হবে।
পাঁচ সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে মোট ১০০ জন সহকারী কমিশনার (ভূমি) অংশগ্রহণ করেন। কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ও ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন)।
জিসিজি/আরআইএস