ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সেই রথীন্দ্রনাথ ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, অক্টোবর ৯, ২০২৫
সেই রথীন্দ্রনাথ ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দুর্নীতি দমন কমিশন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক রথীন্দ্রনাথ দত্ত ও তার স্ত্রী চন্দনা দাশকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তাদের বিদেশগমন নিষেধে আদালতে আবেদন করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, রথীন্দ্রনাথ দত্ত জালিয়াতির মাধ্যমে ভিন্ন ভিন্ন নামে একাধিক পাসপোর্ট সংগ্রহসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। এসব অর্থের মাধ্যমে তিনি দেশে-বিদেশে নিজের নামে ও নির্ভরশীল ব্যক্তিদের নামে বেনামে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

তবে অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে রথীন্দ্রনাথ দত্ত ও তার স্ত্রীর কাছে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ ধারা এবং দুদক বিধিমালা, ২০০৭-এর ১৭ বিধি অনুযায়ী ফরম-৫ মোতাবেক স্থাবর-অস্থাবর সম্পদ ও দায়-দেনার বিবরণী চাওয়া হয়েছে।

এ ছাড়া রথীন্দ্রনাথ দত্তের লিয়েন গ্রহণ এবং তার নামে থাকা পাসপোর্ট ব্যবহার করে বিদেশগমন সম্পর্কিত তথ্য যাচাই করে তা সন্দেহজনক বলে দুদক মনে করছে। এজন্য রাষ্ট্রীয় স্বার্থে তার বিদেশগমন নিষিদ্ধ করতে আদালতের কাছে আবেদন করা হয়েছে।

এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।