ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কালীগঞ্জে ধর্ষণ চেষ্টায় বখাটের কারাদণ্ড

ডিস্টিক করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, নভেম্বর ১০, ২০১৫
কালীগঞ্জে ধর্ষণ চেষ্টায় বখাটের কারাদণ্ড ছবি : প্রতীকী

গাজীপুর: গাজীপুর জেলার কালীগঞ্জে স্কুল ছ‍াত্রীকে ধর্ষণ চেষ্টায় এক বখাটের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এ দণ্ড দেন।



দণ্ডপ্রাপ্ত বখাটে মহসীন মোড়ল (২২) উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিণ নারগানা গ্রামের মোস্তফা মোড়লের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে মহসীন তার প্রতিবেশী নবম শ্রেণির এবক ছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করে পুলিশে দেন।
 
স্কুলছাত্রীর জবানবন্দি অনুযায়ী ধর্ষণ চেষ্টার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মহসীনকে দণ্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ওসি মুস্তাফিজুর।

বাংলাদশে সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।