ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

প্রকাশক হত্যার বিচার চাইলেন ৩৮ বুদ্ধিজীবী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৯, নভেম্বর ১০, ২০১৫
প্রকাশক হত্যার বিচার চাইলেন ৩৮ বুদ্ধিজীবী

ঢাকা: লেখক ও প্রকাশক হত্যায় জড়িতদের শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছেন দেশের ৩৮ বুদ্ধিজীবী। মঙ্গলবার (১০ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তারা।



সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও  সাংবাদিক কামাল লোহানী স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ‘লেখক-প্রকাশক হত্যাকারীদের খোঁজে বের করে বিচার করতে হবে। বিচার  না করার ফলেই হত্যাকারীরা উৎসাহিত হচ্ছে। ’

দেশকে অসাম্প্রদায়িক প্রগতিশীল ধারায় এগিয়ে নিতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও অভিযোগ করা হয়। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানানো হয় ওই বিবৃতিতে।  

বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন- আহমেদ রফিক, শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, কামাল লোহানী, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক যতীন সরকার, ড. অজয় রায়, হাসান আজিজুল হক, শুভ রহমান, নিখিল সেন, সৈয়দ হাসান ইমাম, অধ্যাপক ড. শফিউদ্দিন আহমেদ, শাহরিয়ার কবির, রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, মুশতারী শফি, ড. অনুপম সেন, অধ্যাপক মাহফুজা খানম, সেলিনা হোসেন, অধ্যাপক কাজী মদিনা, মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক আনু মুহম্মদ, আবুল মোমেন, মানবেন্দ্র বটব্যাল, অধ্যাপক আবুল বারাক আলভী, আবেদ খান, মশিউদ্দিন শাকের, লায়লা হাসান, অধ্যাপক বদিউর রহমান, অধ্যাপক আশরাফুজ্জামান সেলিম, অধ্যাপক এ এন রাশেদা, সুজেয় শ্যাম, কাজী মোহাম্মদ শীশ, মোনায়েম সরকার, কবি এ কে শেরাম, কবি গোলাম কিবরিয়া পিনু এবং সাইদুর রহমান বয়াতি।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এমআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।