ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

প্রধানমন্ত্রীর ফ্রান্স ও মাল্টা সফর এ মাসেই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫০, নভেম্বর ১১, ২০১৫
প্রধানমন্ত্রীর ফ্রান্স ও মাল্টা সফর এ মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: চলতি মাসে দুই দফা ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দফায় আগামী ১৬ ও ১৭ নভেম্বর ইউনেস্কো সম্মেলনে যোগ দিতে এবং আগামী ৩০ নভেম্বর থেকে পহেলা ডিসেম্বর জলবায়ু সম্মেলনে দ্বিতীয় দফায় প্যারিস যাওয়ার কথা রয়েছে তার।



মঙ্গলবার (১০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

গঠনতন্ত্র প্রণয়নের ৭০তম বার্ষিকী পালন হিসেবে ১৬ ও ১৭ নভেম্বর ইউনেস্কো সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংস্থাটির মহাপরিচালক আইরিনা বোকোভা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইউনেস্কো ফোরামে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

এদিকে আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর  ইউরোপের আরেক দেশ মাল্টায় অনুষ্ঠিত হবে কমনওয়েলথ সম্মেলন। বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান হয়ে সেখানে যোগ দেওয়ার কথাও রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
 
বাংলাদেশ সময়: ০৬৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
জেপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।