ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, নভেম্বর ১১, ২০১৫
টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর: দুই ট্রাক শ্রমিককে আটকের প্রতিবাদে গাজীপুরের টঙ্গী চেরাগ আলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে ট্রাক শ্রমিক ইউনিয়ন।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে শ্রমিকরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এলাকাবাসী জানায়, ট্রাক স্ট্যান্ডের আধিপত্য ও চাঁদাবাজি নিয়ে স্থানীয় যুবলীগ নেতা ফারুক ও শাহ আলম গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জেরে ফারুক গ্রুপের শ্রমিকরা সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় ট্রাক রেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ১১টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।

তবে টঙ্গী থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, সকালে টঙ্গীর চেরাগআলী থেকে চাঁদাবাজির অভিযোগে দুইজন ট্রাক শ্রমিককে আটক করে পুলিশে দেয় যুবলীগ নেতা শাহ আলমের লোকজন। এর প্রতিবাদে ট্রাক শ্রমিক ইউনিয়নের লোকজন টঙ্গীর চেরাগআলী এলাকায় প্রায় ১ ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। আটক দুই শ্রমিককে ছেড়ে দেওয়া হলে বিক্ষোভকারী শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।