ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ননএমপিও শিক্ষকদের মুখে কালো কাপড় কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, নভেম্বর ১১, ২০১৫
ননএমপিও শিক্ষকদের মুখে কালো কাপড় কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বীকৃতিপ্রাপ্ত ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির দাবিতে ১৩তম দিনের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।

বুধবার (১১ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে দাবির পক্ষে অবস্থান নেন তারা।

 

ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ কর্মসূচির ১৩তম দিন চলছে। এ বিষয়ে আন্দোলনকারীরা বলেন, ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে এমপিও করা হবে বলে ২০১০ সালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়ে ছিলেন। কিন্তু এখন পর্যন্ত তা করা হয়নি। তাই আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ প্রতিবাদী কর্মসূচি চলবে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন- সংগঠটির সভাপতি অধ্যাপক এছাবত আলী, সাধারণ সম্পাদক তাপস কুমার কুন্ডু, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সিনিয়র সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এইআইকে/ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।