ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কাজীপাড়ায় চিকিৎসকের আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, নভেম্বর ১১, ২০১৫
কাজীপাড়ায় চিকিৎসকের আত্মহত্যা

ঢাকা: রাজধানীর কাফরুল থানাধীন পূর্ব কাজীপাড়া এলাকায় ওমর ফারুক (২৫) নামে এক চিকিৎসক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

ওমর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কানাইডাঙ্গা গ্রামের স্কুল মাস্টার আবদুল কাদেরের ছেলে।

তিনি কাফরুল থানাধীন ৫৩৫ পূর্ব কাজীপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) হাফিজ আহমেদ মঙ্গলবার (১০ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে মৃতদেহটি উদ্ধার করেন। বুধবার (১১ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতের মামাতো ভাই নুরুন্নবী সুজন বাংলানিউজকে জানান, ওমর স্যার সলিমুল্লাহ (মিডফোর্ড) মেডিকেল কলেজ থেকে ইন্টার্নি শেষ করে মালদ্বীপে পড়াশুনা করতে যান। পড়াশুনা শেষে কয়েক মাস আগে দেশে ফিরে আসেন।

কারও প্রতি অভিমান থেকে ওমর আত্মহত্যা করে থাকতে পারেন বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এজেডএস/আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।