ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘অনুপ চেটিয়াকে কাশিমপুরে রিসিভ করেন ভারতীয় কর্মকর্তারা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
‘অনুপ চেটিয়াকে কাশিমপুরে রিসিভ করেন ভারতীয় কর্মকর্তারা’ ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কাশিমপুর কারাগারের ফটক থেকে অনুপ চেটিয়াকে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হয় বলে জানান আইজি প্রিজন ব্রিগেডিয়ার সৈয়দ ইফতেখার উদ্দিন।

বুধবার বিকেলে কারা অধিদফতরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইজি প্রিজন।

তিনি বলেন, কাশিমপুর কারাগারের ফটকে বুধবার সকালে অনুপ চেটিয়াকে রিসিভ করেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা।

২০০৭ সালের সাজাভোগের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই তিনি বাংলাদেশের বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন। সর্বশেষ তাকে কাশিমপুর কারাগারে রাখা হয়।

এছাড়া প্রয়োজনীয় পরিস্থিতি ছাড়া ইউনিফর্ম পরে চলাফেরা না করতে কারারক্ষীদের নির্দেশনা দেন তিনি। তিনি বলেন, যে সব জায়গায় ইউনিফর্ম না পরলেই নয় যেমন কারাগার, হাসপাতালে এবং আদালত, এসব জায়গায় ইউনিফর্ম পরতে হবে। কিন্তু এসব জায়গা ছাড়া বাইরে ঘোরাফেরার সময় ইউনিফর্ম না পরলেও চলবে। বুধবার ফরিদপুরে এক কারারক্ষীর ওপর হামলার প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

উল্লেখ্য, বুধবার বাংলাদেশের কারাগারে বন্দী ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। প্রায় ১৫ বছর ধরে বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন তিনি। ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁর বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা হয়। পরে তিনটি মামলায় তাঁকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন বাংলাদেশের আদালত। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি তাঁর সাজার মেয়াদ শেষ হয়। এরপর থেকেই দেশের বিভিন্ন কারাগারে ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এনএইচএফ/আরআই
 
 

 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।