ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
নীলফামারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

নীলফামারী: ‘দুর্যোগ দুর্ঘটনার ঝুঁকি হ্রাসে প্রয়োজন, জনসচেতনতা ও প্রশিক্ষণ’ স্লোগান নিয়ে নীলফামারীতে শুরু হয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সপ্তাহ।

বুধবার (১১ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনে নীলফামারী জেলা প্রশাসক জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।



এরপর এক বর্ণাঢ্য ৠালি বের করা হয়। ৠালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা ‍অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নীলফামারীর উপ সহকারী পরিচালক সিরাজুল ইসলাম তরফদার ও সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক।

এনামুল হক জানান, সপ্তাহব্যাপী কর্মস‍ূচির মধ্যে রয়েছে শিল্প প্রতিষ্ঠানে মহড়া, শহরের বিভিন্ন স্থানে যান্ত্রিক উপকরণ প্রদর্শন, প্রচারপত্র বিতরণ, শোভাযাত্রা ও স্বেচ্ছাসেবক সংগ্রহ।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।