গাজীপুর: গাজীপুরে তিন বছরের ছেলেকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফাতেমা নামে এক অন্তঃসত্ত্বা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বুধবার (১১ নভেম্বর) ভোরে জয়দেবপুর-রাজশাহী রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমার গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায়।
স্থানীয় বাসিন্দা মো. মোস্তফা বাংলানিউজকে জানান, বুধবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকার আলফাজ উদ্দীনের বাড়ির ভাড়াটিয়া রাজমিস্ত্রি হেলাল উদ্দীনের ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ফাতেমা তার তিন বছরের ছেলে ফাহাদকে কোলে নিয়ে বাসার পাশের জয়দেবপুর-রাজশাহী রেললাইনে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে ফাতেমা তার সন্তানকে নিয়ে আত্মহত্যা করেন। তার স্বামী মো. হেলাল উদ্দিন জেলা শহরের ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করেন। মাঝে-মধ্যে তিনি স্ত্রী-সন্তানদের কাছে আসেন। তাদের এক ছেলেকে বিদেশে পাঠানোর টাকা যোগাড় করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন ওই দম্পতি। এ নিয়ে পাওনাদারদের তাগাদার ভয়ে হেলাল উদ্দিন পালিয়ে বেড়ান। হেলাল উদ্দিনকে না পেয়ে পাওনাদাররা ফাতেমাকে চাপ দিতেন। এক ব্যক্তির কাছ থেকে নেওয়া ৯১ হাজার টাকা পরিশোধ না করায় বুধবার সকালে সালিশ হওয়ার কথা ছিল।
এ ব্যাপারে জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. দাদন মিয়া বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। কিন্তু ঘটনাস্থলে কোনো মরদেহ পাইনি। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
আরএ