নেত্রকোনা: অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় করণীয় বিষয়ক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নেত্রকোনায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৫।
এ উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) দুপুরে পৌর শহরের নিখিল নাথ সড়কে সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন পৌর মেয়র প্রশান্ত কুমার রায়, নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক প্রাণনাথ সাহা, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম, জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তারিকুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এটি।