ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে মানবপাচারকারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
সিরাজগঞ্জে মানবপাচারকারী গ্রেফতার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে মানবপাচারের অভিযোগে সুরুতজামান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে এনায়েতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।



আটক হওয়া সুরুতজামান শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের ব্রহ্মগ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি আসন্ন ইউপি নির্বাচনে চৌহালী উপজেলার স্থল ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচার চালিয়ে আসছিল।  

সিরাজগঞ্জ সিআইডি পুলিশের উপ পরিদর্শক সাইদুর রহমান বাংলানিউজকে জানান, আটক সুরুতজামানের বিরুদ্ধে ২০১৩ সালে শাহজাদপুরের নায়েব আলী নামে এক ব্যক্তিকে অবৈধভাবে ট্রলারে করে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের সময় ট্রলার থেকে সমুদ্রে ফেলে হত্যা করে। ওই ঘটনায় শাহজাদপুর থানায় হত্যা মামলা হওয়ার পর সিরাজগঞ্জ সিআইডি মামলাটি তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসএইচ
     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।