বগুড়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১২ নভেম্বর) বগুড়া আসছেন। টানা দুই মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বগুড়ায় এটাই তার প্রথম সফর।
এদিকে বগুড়ায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে দলের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, উপজেলা ও শহর পর্যায়ের নেতাকর্মীরা রাত দিন কাজ করে যাচ্ছেন। মিছিল, মিটিং, সভা, সমাবেশ, বর্ধিত সভাসহ নানা কর্মসূচি পালন করছেন। এই জনসভায় স্মরণকালের জনসমাগম ঘটানোই হবে তাদের টার্গেট। এ জন্য দলীয় সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন নেতাকর্মীরা। এ লক্ষ্যে প্রস্তুতিও শেষ করে আনা হয়েছে। এখন শুধু অপেক্ষার পালা। বুধবার (১১ নভেম্বর) আওয়ামী লীগের দলীয় বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
সেই ধারাবাহিকতায় বুধবার (১১ নভেম্বর) দুপুরের পর প্রধানমন্ত্রীর সফর ও জনসভা সফল করার লক্ষ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পাশাপাশি সদর উপজেলার যুবলীগের উদ্যোগে বের করা হয় মোটরসাইকেল শোভাযাত্রা।
আনন্দ শোভা যাত্রা ও মোটসাইকেল শোভাযাত্রা শহরের সাতমাথাসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সাতমাথায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ এমপি, আব্দুল মান্নান এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু ও হাবিবুর রহমান এমপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান জুয়েল, শেখ সোহেল রানা টিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতা বাংলানিউজকে জানান, কালকে বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন। সেই জনসভায় স্মরণকালের জনসমাগম ঘটবে। এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বগুড়াবাসী এখন প্রধানমন্ত্রীর আসার অপেক্ষায় প্রহর গুনছেন।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এমবিএইচ/আরআই