ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে পুকুর পুনর্সংস্কার, জলাশয়ের আগাছা ও আবর্জনা অপসারণ কার্যক্রম পরিচালনা করছে বেসরকারি সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ।
বুধবার (১১ নভেম্বর) মহাখালীতে ডিএনসিসির ১৯ নং ওয়ার্ডের টিঅ্যান্ডটি কলোনির ঝিলের আবর্জনা অপসারণ ও পুনর্সংস্কার কাজের উদ্বোধনের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি মেয়র আনিসুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাবেল ফিরুজ, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাসুদ আহসান, ব্রিগেডিয়ার জেনারেল ডা. এসএমএম সালেহ ভুঁইয়া, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম-সচিব মু. নুরুজ্জামান শরীফ, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মফিজুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর খালেদা বাহার বিউটি প্রমুখ।
আনিসুল হক বলেন, রাজধানী ঢাকাকে পরিবেশবান্ধব গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ডিএনসিসি নিরন্তর কাজ করে যাচ্ছে।
শাবেল ফিরুজ বলেন, পরিবেশ বান্ধব ও দুর্যোগ সহনশীল নগর গড়ার লক্ষ্যে সিটি কর্পোরেশনকে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিয়ে আসছে ইসলামিক রিলিফ বাংলাদেশ।
তিনি বলেন, এ জলাশয়ের বদ্ধ পানি ও কচুরিপানার কারণে প্রচুর পরিমাণে মশার উৎপত্তি হয় এবং পানিবাহিত রোগ দেখা দেয়। আগাছা ও আবর্জনা অপসারণ কার্যক্রম সম্পন্ন হলে কয়েক লাখ মানুষ মশা ও মাছির উপদ্রব থেকে রেহাই পাবে।
বক্তারা বলেন, মানুষ কৃষিকাজসহ নানাবিধ কাজে ভূগর্ভস্থ পানি যথেচ্ছা ব্যবহারের ফলে ঢাকাসহ সারা দেশে ভূগর্ভস্থ পানির স্তর অতি দ্রুত নিচে মেনে যাচ্ছে। এছাড়া, ঢাকা শহরে বেশির ভাগ স্থান ফাকা হওয়ায় বৃষ্টির পানি পারকুলেশন হয়ে মাটির নিচে যেতে পারছে না। ফলে ঢাকা শহরের ভূগর্ভস্থ পানির স্তর অনেক নেমে যাচ্ছে। অন্যদিকে অল্প পরিমাণ বৃষ্টি হলে ঢাকা শহরের বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা গ্রাউন্ডে রিচার্জ হতে পারে না। উল্লিখিত কার্যক্রম সমূহ বাস্তবায়িত হলে এ জলাশয়ের হাজার হাজার লিটার পানি প্রাকৃতিকভাবে গ্রাউন্ডে রিচার্জ হবে, যার ফলে এ এলাকায় পানির স্তর আবার আগের অবস্থায় ফিরে আসবে এবং কয়েক হাজার মানুষ পরিষ্কার-পরিচ্ছন্ন পানি ব্যবহার করতে পারবে।
গত বছরের ২২ জুলাই ডিএনসিসি ও ইসলামিক রিলিফ বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
এরই অংশ হিসেবে ইসলামিক রিলিফ যুক্তরাষ্ট্রের আর্থিক সহযোগিতায় টিঅ্যান্ডটি কলোনির জলাশয়ের পুনর্সংস্করণ, আবর্জনা অপসারণ, কচুরিপানা ও জলজ আগাছা পরিষ্কারকরণ, জলাশয়ের চার পার্শ্বে বৃক্ষ রোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এইচএ/