ঢাকা: ইতিহাস সব সময় গতিশীল। বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে দেশ এগিয়ে যেতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আছিয়া আলী ফাউন্ডেশন আয়োজিত ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আবদুল গণির ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
উপাচার্য বলেন, দেশপ্রেমিকদের সম্মান জানাতে না পারলে আমরা দেশপ্রেমিক হতে পারবো না। যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন, যুদ্ধ করেছেন তাদের ভালো দিকগুলো আমাদের স্মরণ করতে হবে। বাংলাদেশের ইতিহাস লিখতে হলে মেজর গণিকে ছাড়া লেখা যাবে না। মেজর গণির সাথে নতুন এ প্রজন্মের একটি সেতুবন্ধন তৈরি করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ডা. লায়ন এম এ হাসেম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,বিচারপতি মমতাজউদ্দীন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক আবদুল মমিন সরকার, সংগঠনের প্রধান নির্বাহী পরিচালক সামছুল হক ভূঁইয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এমআইকে/আরইউ/আরআই