ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পরিবেশ দূষণ

গাজীপুরের দু’টি কারখানাকে ২৩ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
গাজীপুরের দু’টি কারখানাকে ২৩ লাখ টাকা জরিমানা

গাজীপুর: পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত এবং ত্রুটিপূর্ণ তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) পরিচালনা করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতিসাধনের অপরাধে গাজীপুরের দু’টি কারখানাকে ২৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং।

বুধবার (১১ নভেম্বর) গাজীপুর মহানগরের দু’টি কারখানায় অভিযান পরিচালনা করা হয়।



পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান জানান, দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) এ,কে,এম, মিজানুর রহমান পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের তিনটি কারখানার মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরে এনফোর্সমেন্ট উইংয়ে তলব করে শুনানি গ্রহণ করেন। এ সময় তিনি ত্রুটিপূর্ণ তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) পরিচালনা করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতিসাধনের অপরাধে গাজীপুর মহানগরের কড্ডা এলাকার কেমিও ইউএসএ নীট ওয়্যার লিমিটেডকে ২২ লাখ টাকা এবং পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ ব্যতীত কারখানা পরিচালনার অপরাধে টঙ্গীর শিলমুন এলাকার ক্যানকুন ওয়াশিং প্লান্ট কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ১১,২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।