ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মৌলভীবাজারে আগুনে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৭, নভেম্বর ১২, ২০১৫
মৌলভীবাজারে আগুনে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় একটি বিস্কুটের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

বুধবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।  
 
স্থানীয়রা জানায়, রাতে নিরব এন্টারপ্রাইজ নামে ওই বিস্কুট ফ্যাক্টরিতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা মৌলভীবাজার ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই ফ্যাক্টরিতে প্রায় সাত লাখ টাকার বিস্কুট পুড়ে যায়।  
 
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  
 
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫ 
এএটি/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।