ঢাকা: ভেহিকল ট্র্যাকিং সিস্টেমের (ভিটিএস) জন্য দু’টি প্রতিষ্ঠানকে আগামী ৩০ দিনের মধ্যে লাইসেন্স নবায়নের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অন্যথায় তাদের লাইসেন্স নবায়নের আর কোনো সুযোগ থাকবে না।
‘জি-৫ টেকনোলজিস লিমিটেড এবং টু-এম কোম্পানিজ লিমিটেডকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) এই নির্দেশনা দিয়েছে বিটিআরসি।
বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আধুনিক টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যানবাহনের অবস্থান নির্ণয়, দূরনিয়ন্ত্রণ এবং তথ্য-উপাত্ত পর্যবেক্ষণের লক্ষ্যে ভিটিএস গাইড লাইন অনুযায়ী লাইসেন্স ইস্যু করা হয়।
প্রতি বছর লাইসেন্স ফি দেওয়া এবং পাঁচ বছর পর লাইসেন্স নাবয়নের বিধান রয়েছে। যথা সময়ে লাইসেন্স ফি প্রদান না করায় এই দুই প্রতিষ্ঠানের বৈধতা নেই।
আগামী ৩০ দিনের মধ্যে লাইসেন্স ইস্যুর জন্য আবেদন দাখিল না করলে নবায়নের কার্যক্রম আর গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এমআইএইচ/আইএ