ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রায়ের বাজারে অনলাইন স্কুল শিক্ষক কেন্দ্র পরিদর্শনে রবার্ট গিবসন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
রায়ের বাজারে অনলাইন স্কুল শিক্ষক কেন্দ্র পরিদর্শনে রবার্ট গিবসন

ঢাকা: রাজধানীর রায়ের বাজারে অবস্থিত অনলাইন স্কুল শিক্ষক কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি এ কেন্দ্র পরিদর্শন করেন বলে গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।



পরিদর্শনকালে তিনি অনলাইন স্কুলের ধারণার বিষয়ে গভীর উৎসাহ প্রকাশ করেন এবং দূরবর্তী স্কুলগুলোর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
 
এ সময় গ্রামীণফোন এবং জাগো ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
অনলাইন স্কুল একটি ডিজিটাল শিক্ষা ব্যবস্থা, যা ভিডিও কনফারেন্স প্রযুক্তি ব্যবহার করে শহুরে শিক্ষকরা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষাদান করে। গ্রামীণফোন এবং জাগো ফাউন্ডেশন এ স্কুল কার্যক্রম পরিচালনা করছে।
 
বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ১০টি অনলাইন স্কুল আছে, যেখানে প্রায় ৭০০ জন শিক্ষার্থী বিনামূল্যে শিক্ষাগ্রহণ করছে।
 
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এমআইএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।