রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত ৯ নম্বর আসনের কাউন্সিলর নুরুন নহার বেগমকে (৩৯) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন জানান। পরে শুনানি শেষে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আলতাফ হোসেন আবেদন নাকচ করে দেন।
তার আইনজীবী রইসুল ইসলাম বাংলানিউজকে জানান, চলতি বছরের ৫ জানুয়ারি রাজশাহী মহিলা কলেজের পাশে ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানা পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলার এজাহারে নাম ছিলো না নুরুন নাহারের।
পরে তদন্ত শেষে গত মে মাসের প্রথম সপ্তাহে মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। এতে ১১ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করা হয় প্যানেল মেয়র নুরুন নাহার বেগমকে।
অ্যাডভোকেট রইসুল ইসলাম আরও জানান, জামিনের জন্য তিনি উচ্চ আদালতে যাবেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসএস/এএ