ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কোনো অপশক্তিকেই প্রশ্রয় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, নভেম্বর ১২, ২০১৫
কোনো অপশক্তিকেই প্রশ্রয় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো মূল্যেই দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও দস্যু নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার উপজেলা চত্বরে এক সুধী সমাবেশে তিনি একথা বলেন।



তিনি বলেন, দেশে কোনো অপশক্তিকেই প্রশ্রয় দেওয়া হবে না। দেশ বিরোধীরাই দেশের মানুষকে বিভ্রান্ত করতে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি। তাদেরকেও কঠোরভাবে দমন করা হবে।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম, ধর্মের প্রতি আনুগত্য, সফল ও অসাধারণ নেতৃত্ব গুনাবলীর কারণে আমরা মধ্যম আয়ের দেশ বিনির্মাণের এগিয়ে যাচ্ছি।

এসময় মন্ত্রী হাতিয়া দ্বীপবাসীকে উদ্দেশে করে বলেন, হাতিয়া এসে আমি অভিভূত। এখানে এসে আমি বুঝতে পারলাম বাংলাদেশের একই সঙ্গে তাল মিলিয়ে উন্নয়নের পথে হাতিয়ার জনগণও এগিয়ে যাচ্ছে।

মন্ত্রী বলেন, স্থানীয় পুলিশ প্রশাসন আমাকে জানিয়েছে বিগত হরতাল অবরোধের সময় কোনো পেট্রোল বোমার ঘটনা ঘটেনি। এতেই বোঝা যায় হাতিয়া কতটা নিরাপদ। হাতিয়ার নদী পথকে আরো নিরাপদ ও দস্যু মুক্ত করতে আমরা কাজ করবো।

এসময় মন্ত্রী সঙ্গে আরো উপস্থিত ছিলেন, তথ্য সচিব মরতুজা আহম্মদ, হাতিয়ার সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, সাবেক মুখ্য সচিব আবদুল করিম, উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, পৌর মেয়র ইউছুপ আলী সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতরা।

বাংলঅদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।