জাতীয় সংসদ ভবন থেকে: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নজরদারি বাড়াতে ইন্টারনেট সেফটি সলিউশন (আইএসএস) সিস্টেম ক্রয়ের প্রক্রিয়া চলছে। এই সিস্টেম যুক্ত হলে তথ্য প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সব ধরনের অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সংরক্ষিত নারী আসন-৩৩’র সদস্য ফিরোজা বেগমের (চিনু) প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী অধিবেশনে এ কথা বলেন।
মন্ত্রী জানান, সামাজিক মাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি ও ভিডিও আপলোড, বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া, গুজব ছড়ানোসহ হয়রানি বন্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া তথ্য প্রযুক্তির মাধ্যমে সংঘটিত অপরাধ কমিয়ে আনার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি নিশ্চিতকল্পে আমাদের ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার জন্য ইন্টারনেট সেফটি সলিউশন (আইএসএস) নামক সিস্টেম ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
তারানা হালিম বলেন, বিটিআরসির ওয়েবসাইট, ২টি ই-মেইল এবং মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে ইন্টারনেট, মোবাইল ফোন, ফেসবুক ও ওয়েসাইট সম্পর্কিত অভিযোগ গ্রহণসহ তা নিষ্পত্তির ব্যবস্থা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসএম/আইএ
** মাদক থেকে তরুণ সমাজকে বাঁচাতে উচ্চ পর্যায়ের কমিটির দাবি
** অর্থপাচার রোধে সফল্যের কাহিনী নেই
** ৪৩ অর্থ বছরে ৯১ বিলিয়ন ডলার বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি
** এক লাখ বিও অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে
** টেলিটকে লোকসান ৪শ’ কোটি টাকা