গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে অবস্থিত দু’টি কারখানাকে ৩৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে ওই দু‘টি কারখানার কর্তৃপক্ষকে পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) এ.কে.এম. মিজানুর রহমানের নেতৃত্বে ওই দু’টি কারখানার কর্তৃপক্ষের উপস্থিতিতে শুনানি গ্রহণ হয়। শুনানি শেষে পরিবেশগত ছাড়পত্র ছাড়া এবং তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ ব্যতীত কারখানা পরিচালনার দায়ে টঙ্গীর পাগাড় এলাকায় অবস্থিত সার্প নিটিং এন্ড ডাইং লিমিটেডকে ৩৩ লাখ টাকা ও টঙ্গীর শিলমুন এলাকায় অবস্থিত এম আর টেক্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই অপরাধে নারায়ণগঞ্জের তিনটি কারখানাকে ৪৬ লাখ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
আরআই