ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

প্রাথমিক শিক্ষায় আরও ৫০ মিলিয়ন ইউরো দেবে ইইউ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৫, নভেম্বর ১২, ২০১৫
প্রাথমিক শিক্ষায় আরও ৫০ মিলিয়ন ইউরো দেবে ইইউ

ঢাকা: বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৫০ মিলিয়ন ইউরো মুদ্রার সমপরিমাণ আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় কমিশন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঢাকা কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।



ইইউ জানায়, এই সহায়তা চলমান ২০১৫ সালের অর্থবছরের জন্য আগের ঘোষণা দেওয়া বাজেট থেকে অতিরিক্ত। যা প্রাথমিক শিক্ষার উন্নয়নে ইউরোপীয় কমিশনের দ্বিতীয় সর্বোচ্চ সহায়তা।

প্রাথমিক শিক্ষা খাত বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ঢাকার রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন বলেন, উন্নয়নের মূল স্তম্ভ শিক্ষা। আর প্রাথমিক শিক্ষা হচ্ছে এই স্তম্ভের মৌলিক ভিত্তি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শিক্ষাখাতে উল্লেখ করার মতো সাফল্য দেখিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
জেপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।