ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বগুড়ায় আটক যুবককে জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, নভেম্বর ১২, ২০১৫
বগুড়ায় আটক যুবককে জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা

বগুড়া: বগুড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন এলাকা থেকে সন্দেহভাজন আটক যুবক রাশেদুল ইসলামকে (৩০) জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১২নভেম্বর) বিকেল ৫টার দিকে জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) বাংলানিউজকে বিষয়টি জানান।



আটক রাশেদুল গাবতলী উপজেলার রামেশ্বরপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। এর আগে বেলা ১২টার দিকে গোয়েন্দা সংস্থার লোকজন রাশেদুল ইসলামকে আটক করে সদর থানায় সোপর্দ করেন।

বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত রাশেদুল সদর থানা হাজতে আটক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এমবিএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।