ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১০ ডিসেম্বর গণশুনানি

ভূমি অফিসে দুর্নীতি-হয়রানির কথা শুনবে দুদক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
ভূমি অফিসে দুর্নীতি-হয়রানির কথা শুনবে দুদক

ঢাকা: রাজধানীসহ সারাদেশে ভূমি অফিসে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অনিয়ম-দুর্নীতি ভূমি অফিসে সাধারণ চিত্র হয়ে দাঁড়িয়েছে।

ভূমি অফিসে দেশের সাধারণ জনগণ যেসব হয়রানির শিকার হন এবার তাদের মুখে সেসব শুনতে চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
রাজধানীর তেজগাঁও, গুলশান, কোতোয়ালি ও সূত্রাপূর এলাকায় ভূমি ক্ষেত্রে যারা হয়রানির শিকার হয়েছেন তাদের নিয়ে আগামি ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে গণশুনানি। পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য এলাকাসহ ঢাকার বাইরেও দুদকের এ কার্য্যক্রম চলবে। আয়োজনটি দুদকের হলেও এতে সংশ্লিষ্ট ভূমি অফিসগুলোর সহকারী কমিশনার (ভূমি) ও সাব রেজিস্ট্রার উপস্থিত থাকবেন।
 
বুধবার (১২ নভেম্বর) বিকেলে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ে (ঢাবিকা) সাংবাদিকদের কাছে আসন্ন গণশুনানির কার্য্যক্রম তুলে ধরেন পরিচালক নাসিম আনোয়ার।
 
ঢাবিকা’র এ পরিচালক বলেন, সরকারি কর্মকর্তাদের সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য গণশুনানির ওপর জোর দিচ্ছে দুদক। এ লক্ষ্যে আগামী ১০ ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে গণশুনানি। এতে সেবা বঞ্চিতদের কথা শুনবে দুদক।
 
তিনি বলেন, ওইদিন তেজগাঁও, গুলশান, কোতোয়ালি ও সূত্রাপুর এলাকার সহকারী ভূমি কমিশনার ও সাব রেজিস্ট্রারদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে।
 
তিনি বলেন, এ সকল দফতর থেকে হয়রানি বা বঞ্চনার শিকার যেকোনো ব্যক্তি অংশগ্রহণ করে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের ভিত্তিতে সেখানে ভূমি অফিসের সংশ্লিষ্ট ব্যক্তি সেবা বঞ্চিতের কথা শুনে ব্যবস্থা নেবেন। আর অনিয়ম-দুর্নীতির কোনো দালীলিক তথ্য থাকলে দুদকও সেটা যাচাই-বাছাই করে অনুসন্ধান করবে।
 
এর আগে ময়মনসিংহ, কক্সবাজারের চকরিয়া এবং সাভারের মুক্তগাছায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে সাধারণ মানুষ ভূমি অফিসে হয়রানি ও দুর্নীতির কথা দুদকের কাছে তুলে ধরেছেন।
 
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এডিএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।