ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাত্রী নির্যাতনের অভিযোগ

যশোরে শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
যশোরে শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

যশোর: যশোর সরকারি মহিলা কলেজে ছাত্রী নির্যাতনের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই কলেজের উপাধ্যক্ষ কেএম আলমগীর হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।



শনিবার (২৮ নভেম্বর) রাতে যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সেলিনা ইয়াসমিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর হওয়ায় তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা যাচ্ছে না।

শিক্ষার্থীদের অভিযোগ, শনিবার (২৮ নভেম্বর) কলেজের কলা ভবনে দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষার ইসলাম শিক্ষা  দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। এ পরীক্ষায় সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক জাকির হোসেনসহ তিনজন হলে ডিউটির দায়িত্ব পালন করছিলেন। এ সময় জাকির হোসেন এক ছাত্রীকে একাধিকবার উত্ত্যক্ত করার এক পর্যায়ে মেয়েটি চিৎকার করে। বিষয়টি জানাজানি হলে ওই কক্ষের ছাত্রীরা ক্ষুব্ধ হয়ে অধ্যক্ষের কাছে অভিযোগ দেয়। ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

যশোর সরকারি মহিলা কলেজের শিক্ষক জাকির হোসেন বাংলানিউজকে বলেন, যৌন হয়রানির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।

বাংলাদেশ সময়: ০৫১৩ ঘণ্টা, নভেম্বর ২৯,২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।