পদ্মাপাড়ের (মাওয়া, মুন্সিগঞ্জ) পথে: আড়মোড়া ভেঙে সূর্য কেবল চোখ মেলছে। প্রকৃতি তখনও ছাড়েনি কুয়াশার চাদর।
রোববার (২৯ নভেম্বর) সকাল পৌনে ৭টা, তখনও ঢাকা থেকে মুন্সিগঞ্জের মাওয়া পর্যন্ত সড়কে কুয়াশার রাজত্ব।
নরম রোদ আর ঘন কুয়াশার সেই খণ্ডচিত্রই ধরা পড়েছে বাংলানিউজের ক্যামেরায়।
সকালের ডগমগে সূর্যের রশ্মিকে পুরোই গিলে ফেলছে চাইছে কুয়াশা। সে কারণে ভোরের আলোয়ও হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহনকে।
কুয়াশায় মিলে গেছে ইটভাটার ধোঁয়া। এ যেন ধোঁয়াশা।
ব্রিজের ওপর দাঁড়িয়ে গাড়ির অপেক্ষায় কর্মস্থলগামী মানুষেরা। কিন্তু কুয়াশার কারণে নিজের গাড়ি চিহ্নিত করতে ভুগতে হচ্ছে তাদের।
বাংলাদেশ সময়: ০৮০৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এইচএ