ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শীতের সবজি চাষে কর্মব্যস্ত চাষিরা

ছবি: শাকিল আহমেদ, স্টোরি: আবু খালিদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৬, নভেম্বর ২৯, ২০১৫
শীতের সবজি চাষে কর্মব্যস্ত চাষিরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর আশপাশের এলাকায় শীতের সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। রাজধানীর উপকণ্ঠে রূপগঞ্জের গোয়ালপাড়া এলাকা ঘুরে চাষিদের কর্মব্যস্ততা ও শীতের সবজির ছবি ক্যামেরাবন্দি করেছেন বাংলানিউজের ফটো স্টাফ করেসপন্ডেন্ট শাকিল আহমেদ।


 

গোয়ালপাড়ায় প্রবেশ করতেই দেখা মিললো সবজি চাষিদের কর্মব্যস্ততা। তাদের নিবিড় যত্নে চাষ করা নানা পদের সবজিই চাহিদা মেটাচ্ছে রাজধানীবাসীর।
 

শীতের সবজির পছন্দের তালিকায় লাউ, শিম, ফুলকপি, মুলাকে প্রাধান্য দিয়ে এসব সবজিই চাষ করছেন চাষিরা।
 

লাউয়ের মাচায় ঝুলে আছে লকলকে সবুজ লাউ। কিছু মাচায় উঁকি দিচ্ছে কচি লাউ ফুল।
 

মাচা তৈরি করে সিম চাষ করছেন চাষিরা। বিশাল আকৃতির মাচায়গুলোতে কচি কচি সিমলতা লকলকিয়ে হাসছে যেন!
 

সিমের মাচায় সিম ফুলের বাহার দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। সিমের ফুলে আকৃষ্ট হয়ে এসেছে ফড়িং।
 

স্থানীয় বাজারে চলছে শীতের নানা সবজির বেচাকেনা। বাজারগুলোতে বেশ সস্তায় পাওয়া যাচ্ছে শীতের সবজি।


বেশি দামের আশায় স্থানীয় বাজার ছেড়ে অনেকেই রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রির উদ্দেশ্যে সবজি নিয়ে যাচ্ছেন ট্রলারযোগে।
 
বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
একে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।