কক্সবাজার: কক্সবাজারে বেড়াতে এসে ব্যাটারি চালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শারমিন আক্তার (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার শহরের বিজয় সরণির পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরী দিনাজপুর সদরের বাহাদুরপুর বাজার এলাকার নতুন পাড়ার মাজেদুর রহমানের মেয়ে। সে দিনাজপুর শহরের ইমাম আবুজাফর নামে এক ব্যক্তির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে গৃহকর্তা আবুজাফর ও তার পরিবারের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসে শারমিন। বিকেলে ইজিবাইকে করে তারা বার্মিজ মার্কেট থেকে হোটেলে ফিরছিল। পথে পাউবো অফিসের সামনে ইজিবাইকের চাকায় শারমিনের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। এতে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় দ্রুত শারমিনকে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানস বড়ুয়া জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসআই