ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিজয় দিবসের প্রস্তুতি সভায় ব্যাপক হট্টগোল হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা চলাকালে হট্টগোল হয়।
পরে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার ও ডেপুটি কমান্ডার ওই সভা বয়কট করেন।
সূত্র জানায়, সভার শুরুতে পরিচয়ের সময় সরাইল সদর ইউনিয়নের উচালিয়াপাড়ার বাসিন্দা মো. আলমগীর মিয়া নিজেকে উপজেলা যুবলীগের সদস্য পরিচয় দেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক মো. শের আলম মিয়া এর তীব্র প্রতিবাদ ও আপত্তি জানান। এ নিয়ে শুরু হয় বাক-বিতণ্ডা ও হট্টগোল।
একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা পরিস্থিতি শান্ত করতে কাউকে রাজনৈতিক পরিচয় না দিতে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হন ভাইস চেয়ারম্যান শের আলম।
এ অবস্থায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইসমত আলী ও ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন সভা বয়কট করে চলে যান। পরে কয়েকজন ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ইউএনও সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল আবেদীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আকতার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসআর