ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালে পৃথক অভিযানে আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৫, নভেম্বর ৩০, ২০১৫
বরিশালে পৃথক অভিযানে আটক ৩

বরিশাল: বরিশাল মেট্রোপলিটনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ও পর্ণোগ্রাফিসহ তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৩০ নভেম্বর) পৃথক তিনটি অভিযানে তাদের আটক করা হয়।

এ দিন রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি’র পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (এসি) আবু সাঈদের নেতৃত্বে রোববার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন, এসআই মো. মিলন বিশ্বাস ও এসআই তানজিল আহমেদসহ একটি দল পৃথক তিনটি অভিযান পরিচালনা করে।

অভিযানে ১১নং ওয়ার্ডে চাঁদমারী এলাকা থেকে একশ গ্রাম গাঁজাসহ মো. রনি খাঁনকে (২৪) আটক করা হয়। সে বাকেরগঞ্জ উপজেলার দুধলের মো. আ. রশীদ খাঁনের ছেলে।

অপর অভিযানে কোতোয়ালি মডেল থানাধীন ২৫নং ওয়ার্ডের মোল্লা মার্কেটের একটি দোকান থেকে একটি কম্পিউটারসহ মো. মেহেদী হাসান ওরফে অপুকে (২৫) আটক করা হয়। তার বিরুদ্ধে পর্ণোগ্রাফি ছবি প্রদর্শনের অভিযোগ রয়েছে। সে ২৫ নং ওয়ার্ডের কালিজিরা এলাকার মৃত কাঞ্চন আলীর ছেলে।

এদিকে কোতোয়ালি মডেল থানাধীন ১৭নং ওয়ার্ডে বগুড়া রোডে খামারবাড়ী কৃষি সম্প্রসারন অধিদফতর সংলগ্ন এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ মো. সাগর হাওলাদারকে (২১) আটক করা হয়। সে ১৯ নং ওয়ার্ডের নতুন বাজার এলাকার মৃত হান্নান হাওলাদারের ছেলে।

আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ০৬১৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।