ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সালমান শাহ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সিনিয়র স্পেশ‍াল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
সালমান শাহ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রয়াত নায়ক সালমান শাহ হত্যার সুষ্ঠু তদন্ত ও অবিলম্বে বিচার দাবিতে মানববন্ধন করেছে সালমানশাহ ফ্যান ক্লাব, সালমান শ‍াহ ভক্তবৃন্দ, সালমান শাহ ভক্ত ঐক্যজোট নামের কয়েকটি সংগঠন।
 
সোমবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


 
মানববন্ধনে বক্তারা সালমান শাহ হত্যার সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, যারা ষড়যন্ত্র করে সালমান শাহকে হত্যা করেছে তাদের যাতে ফাঁসি হয় সেজন্য প্রধানমন্ত্রীকে উদ্যোগ নিতে হবে।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন- নীলা চৌধুরী, ভক্ত অ্যাডভোকেট মনির, ভক্ত মারুফ, রহিমসহ বেশ কয়েকজন ভক্ত।
 
এছাড়া বক্তারা সালমান শাহ’র নামে সিলেটের একটি সড়কের নাম করণ ও এফডিসে একটি ভবন নির্মাণের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এমএম/এসএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।