ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাঘায় নিখোঁজের দু’দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৩, নভেম্বর ৩০, ২০১৫
বাঘায় নিখোঁজের দু’দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেনের পাশ থেকে নিখোঁজের দু’দিন পর সাধন কুমার কর্মকার (৪৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সাধন কুমার বাগাতিপাড়া উপজেলার পাকা কর্মকার পাড়ার চন্দ্র লালের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার দিকে বাঘার আড়ানী বাজারের জনতা সুপার মার্কেটের স্মৃতি জুয়েলার্সের মালিক সাধন কুমার কর্মকার দোকান থেকে বাড়িতে যান। এর কিছুক্ষণ পর তিনি বাড়ির পাশের মাকুপাড়া মোড়ে আসেন আড্ডা দিতে। এরপর তিনি আর বাড়ি ফেরেন নি।

সাধন কুমারের মা শান্তি রানী জানান, সাধন কুমার বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেছেন। কিন্তু কোথাও কোনো সন্ধান পাননি।

অবশেষে সোমবার সকালে স্থানীয় লোকজন খবর দেন যে, সাধন কুমারের মরদেহ আড়ানী ঝিনা এলাকার রেললাইনের পাশে পড়ে আছে। পরে পরিবারের লোকজন গিয়ে তা শনাক্ত করে।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, সাধন কুমারের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।

ময়না তদন্তের জন্য মরদেহ জিআরপি থানা পুলিশ মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে। রিপোর্ট এলেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এ ব্যাপারে মামলা হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।