ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, নভেম্বর ৩০, ২০১৫
রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর ওয়ারী হেয়ার স্ট্রিড রোড এলাকার নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. নান্টু মিয়া (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।



ভবনের প্রজেক্ট ইনচার্জ আব্দুস সালাম জানান, ১০তম তলা ভবনের ছাদ ঢালাই কাজের প্রস্তুতি চলছিলো। হঠাৎ করে কাজের মধ্যে থেকে ছাদ থেকে তিনি নিচে পড়ে যান। পরে তাতে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

বাংলানিউজকে বিষয়টি জানান ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারি উপপরিদর্শক  (এএসআই) সেন্টু চন্দ্র।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এজেডএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।