আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরে বাবার অভিযোগের ভিত্তিতে আলামিন (২৫) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব এ আদেশ দেন।
সাজার আদেশপ্রাপ্ত আলামিন পৌরশহরের বাগানবাড়ি এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
আখাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) শামছু বাংলানিউজকে জানান, সকালে বাবার অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত আলামিনকে আটক করে পুলিশ। দুপুর ১২টার দিকে আলামিনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ম্যাজিস্ট্রেট তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
আলামিনের ছোট ভাই এমরান বাংলানিউজকে বলেন, তার বড় ভাই মাদকের টাকা না পেলে প্রায়ই ঘরের আসবাবপত্র ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করে থাকেন। এতে অতিষ্ট হয়ে বাবা তাকে পুলিশে দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসআই/